Cyclone Yaas: ঘূর্ণিঝড় য়াসের দাপট, ওড়িশার ধামড়ার ভয়ঙ্কর অবস্থা দেখুন

ধামড়া

পুরী, ২৬ মে: ল্যান্ডফলের পর আরও ২-৩ ঘণ্টা ধরে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় (Cyclone) য়াস৷ ভদ্রকের ধামড়া বন্দরে বুধবার সকাল সাড়ে নটা নাগাদ আছড়ে পড়ে ঘূর্ণিঝড় য়াস৷ ল্যান্ডফলের পর ওড়িশার (Odisha) বালাসোর এবং ভদ্রক জুড়ে তাণ্ডব চালাতে শুরু করে এই মারাত্মক ঘূর্ণিঝড়৷

য়াসের ল্যান্ডফলের পরপরই ভদ্রকের ধামড়ায় প্রবল ঝড়ের পাশাপাশি জলোচ্ছ্বাসও শুরু হয়ে যায়৷ স্থানীয় বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করে৷ ধামড়া, বালাসোর সহ উপকূলবর্তী এলাকা থেকে আগেই স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ দূরত্বে৷ ফলে য়াসের ল্যান্ডফলের পরপরই ধামড়া জুড়ে উঠে আসতে শুরু করে একের পর এক ভয়ঙ্কর ছবি৷

আরও পড়ুন:  Cyclone Yaas: ঘূর্ণিঝড় য়াসের ল্যান্ডফল, দিঘায় ভয়ঙ্কর জলোচ্ছ্বাস দেখুন

দেখুন...

 

এদিকে য়াসের (Yaas Landfall) ল্যান্ডফলের পর তার প্রভার এ রাজ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও শুরু হয়ে যায়৷ এই দুই জেলায় যেমন একের পর এক নদী বাঁধ যেমন ভেঙে পড়তে শুরু করে, তেমনি সমুদ্রের পাশাপাশি প্রবল গর্জনে ফুঁসতে শুরু করে মাতলা নদীও৷