Noida Shocker: প্রেমিকার গলা কেটে হত্যা পর প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

প্রেমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়ডায় একটি হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে, এক যুবক তাঁর প্রেমিকাকে খুন করে তারপর নিজে আত্মহত্যার (Commit Suicide) চেষ্টা করে। বর্তমানে অভিযুক্ত প্রেমিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৬৩ থানা এলাকায়। বুধবার রাতে ২২ বছর বয়সী নিশা চিজরাসিতে বসবাসকারী তাঁর প্রেমিক ধনঞ্জয়ের ঘরে গিয়েছিল। স্থানীয়রা ওই তরুণীকে বেশ কয়েকবার ধনঞ্জয়ের ঘরে আসতে দেখেছে। ধনঞ্জয় ইতিমধ্যে বিবাহিত এবং তাঁর স্ত্রী বালিয়া গ্রামে থাকেন।

আরও পড়ুন: Viral Holi Video: রাস্তায় অশ্লীল হোলি ভিডিয়ো, FIR, জরিমানার মুখে কী বললেন প্রীতি, বীনিতা, দেখুন

বুধবার রাতে ধনঞ্জয় তাঁর প্রেমিকাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তরুণীর মৃতদেহ উদ্ধার করে, তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। একই ঘরে কিছু দূরে ধনঞ্জয়কে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

তদন্তে জানা গিয়েছে, প্রেমিকাকে হত্যার পর যুবক ব্লেড দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেন। রক্তক্ষরণে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ ধনঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কী কারণে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।