Raman Jauhari: হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে পালিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী সমাজবাদী পার্টির কর্মী, বরেলিতে চাঞ্চল্য

হাসপাতাল থেকে পালানোর পর ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন সমাজবাদী পার্টির করোনা আক্রান্ত কর্মী। আত্মঘাতী ব্যক্তির নাম রামান জৌহারি(৪০)(Raman Jauhari)। শনিবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। এই প্রসঙ্গে ভোজিপুরা থানার হাউস অফিসার মনোজ ত্যাগী জানিয়েছেন, রবিবার রামান জৌহারির দেহ উদ্ধার হয়েছে বরেলির ওই ওভারব্রিজের নিচ থেকে। গত ২৫ আগস্ট সমাজবাদী পার্টির কর্মী রামান জৌহারির করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গ বুঝে সেদিনই তাঁকে বরেলির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ট্য়াংরায় রহস্যজনক খুন। (File Photo)

বরেলি, ৩১ আগস্ট: হাসপাতাল থেকে পালানোর পর ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন সমাজবাদী পার্টির করোনা আক্রান্ত কর্মী। আত্মঘাতী ব্যক্তির নাম রামান জৌহারি(৪০)(Raman Jauhari)। শনিবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। এই প্রসঙ্গে ভোজিপুরা থানার হাউস অফিসার মনোজ ত্যাগী জানিয়েছেন, রবিবার রামান জৌহারির দেহ উদ্ধার হয়েছে বরেলির ওই ওভারব্রিজের নিচ থেকে। গত ২৫ আগস্ট সমাজবাদী পার্টির কর্মী রামান জৌহারির করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। উপসর্গ বুঝে সেদিনই তাঁকে বরেলির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এমনিতেই প্রতিদিন দেশের বহু সংখ্যক জনগণ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছে। তবে সংক্রণ ছড়ালেও মৃত্যুর হার অনেক কম। আরও পড়ুন-Onam 2020: কাসাভু কটনে সেজে পুককালাম আল্পনা দিচ্ছে আটারলি বাটালি গার্ল, ওনাম উৎসবে বিশ্বের কেরালিয়ানদের শুভেচ্ছায় আমূলের বিজ্ঞাপন

এতকিছুর পরেও ভাইরাস ভীতি জনমানস থেকে তেমনভাবে কমছে না। উল্টে অনেকেই কোভিড সংক্রান্ত সচেতনতার ধারেকাছেও ঘেঁষছেন না। মাস্ক পরা তো দূরে যাক, কেউ কেউ সামাজিক দূরত্ব বিধিও ঠিকমতো মেনে চলছেন না। তবে যাঁরা আক্রান্তকে কাছ থেকে দেখছেন, তাঁদের মধ্যে ভীতি জমছে। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে আশপাশের বেডের রোগীদের পরিস্থিতিও মানসিক স্থিতি কেড়ে নিচ্ছে। ওই সমাজবাদী পার্টির কর্মীও হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার হাসপাতালের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। অভিযোগে স্পষ্ট বলা ছিল যে, কোভিড ওয়ার্ডের জানলার কাচ ভেঙে উধাও হয়েছে রামান জৌহারী। তিনি একজন করোনা আক্রান্ত রোগী। অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কেন হাসপাতালের কোভিড ওয়ার্ড তেকে ওই রোগী পালালেন তা এখনও তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়।