Surendra Singh Jeena Dies: করোনার কাঁটা, ৫০-এই প্রয়াত উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং জীনা
করোনা কাড়ল প্রাণ। প্রয়াত উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং জীনা (Surendra Singh Jeena)। দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই ৫০ বছর বয়সে তাঁর মৃত্যু হল। আলমোড়ার সল্ট কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্ত্রী। এনিয়ে তিনবার বিধায়ক ছিলেন সুরেন্দ্র সিং জীনা। বিধায়ক হিসেবে প্রথম বার তিনি কুমায়ুন মণ্ডল বিকাশ নিগরমেরও চেয়ারম্যান ছিলেন।
উত্তরাখণ্ড, ১২ নভেম্বর: করোনা কাড়ল প্রাণ। প্রয়াত উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং জীনা (Surendra Singh Jeena)। দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই ৫০ বছর বয়সে তাঁর মৃত্যু হল। আলমোড়ার সল্ট কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্ত্রী। এনিয়ে তিনবার বিধায়ক ছিলেন সুরেন্দ্র সিং জীনা। বিধায়ক হিসেবে প্রথম বার তিনি কুমায়ুন মণ্ডল বিকাশ নিগরমেরও চেয়ারম্যান ছিলেন। ২০০৭ সালে প্রথম ভিকিয়াসেন কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন তিনি। পরে ২০১২-তে সল্ট কেন্দ্র থেকে ভোটে জেতেন।