Animal Cruelty in Punjab: গাড়ির কভার নষ্ট করায় পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের
ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং প্রতিরোধের ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পাঞ্জাব: পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত। পাঞ্জাবের দম্পতি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, দম্পতির গাড়ির কভারটি একটি পথ কুকুর ছিঁড়ে ফেলে, এরপর তারা কুকুরটিকে একটি অস্ত্র দিয়ে আঘাত করে। সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে।
পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি (পিএইউ) থানার পরিদর্শক রাজিন্দর সিং বলেছেন, মণি সিং নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে হরভজন সিং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং প্রতিরোধের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh : উত্তরপ্রদেশের আলিগড়ে গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
দেখুন
অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। অভিযুক্তদের কুকুরটিকে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করতে দেখা যায়।তারপর কুকুরটিকে বেশ কয়েকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।