IPL Auction 2025 Live

Coronavirus In India: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ছাড়াল সাড়ে তিন হাজার, মৃত্যু ৮৩ জনের

দেশব্যাপী বেড়েই চলেছে করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল। দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৫৭৭ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। সুস্থ হয়ে উঠেছেন ২৬৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনের শরীরে মিলেছে মারণ এই ভাইরাস। দেশে মোট জেলা রয়েছে ৭৩৬টি। এর মধ্যে ২৭৪ জেলায় দেখা মিলেছে করোনা পজিটিভ রোগীর। রবিবার সাংবাদিকদের একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল (Joint Secretary Lav Agrawal)।

করোনাভাইরাস আতঙ্ক (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৫ এপ্রিল: দেশব্যাপী বেড়েই চলেছে করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল। দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩৫৭৭ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। সুস্থ হয়ে উঠেছেন ২৬৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনের শরীরে মিলেছে মারণ এই ভাইরাস। দেশে মোট জেলা রয়েছে ৭৩৬টি। এর মধ্যে ২৭৪ জেলায় দেখা মিলেছে করোনা পজিটিভ রোগীর। রবিবার সাংবাদিকদের একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল (Joint Secretary Lav Agrawal)।

করোনায় আক্রান্ত রাজ্যগুলির সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। এই রাজ্যে ৬৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার, রাজ্যে ৪৩ বছর বয়সী এক মহিলা সহ আরও ছ'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬ জনের মধ্যে চারজন মুম্বইয়ের, এবং থানে ও অমরাবতীর একজন। কেরালা হচ্ছে মহারাষ্ট্রের পরে দ্বিতীয় রাজ্য যা কোভিড -১৯ প্রাদুর্ভাবের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেরালায় ২৫৪ জন করোনায় আক্রান্ত। মৃত্যুর নিরিখেও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ২৯ জনের। গুজরাতে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি ৪৯ জন সুস্থ হয়ে উঠেছে কেরালায়। অন্য দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৯। মৃতের সংখ্যা ৩। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৬৯। আরও পড়ুন: Coronavirus In India: করোনাভাইরাস: প্রণব মুখার্জি, মনমোহন সিং ও মমতা ব্যানার্জিকে ফোন নরেন্দ্র মোদির

লব আগরওয়াল জানান, বর্তমানে দেশে করোনা আক্রান্তের ডাবলিং রেট (যত দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়) ৪.১ দিন। এখনও যদি তবলিঘি জামাতের জন্য আক্রান্তের সংখ্যা না বাড়তো তাহলে ওই রেট ৭.৫ দিনে পৌঁছে যেত। রবিবার পর্যন্ত যত জন আক্রান্ত হয়েছেন তার ৩০ শতাংশই কোনও না কোনও ভাবে তাবলিঘি জামাত থেকে সংক্রমিত হয়েছেন।