Banaras Hindu University Controversy: রামচন্দ্রের ছবিতে নিজের মুখের সুপার ইম্পোজ, বিতর্কের মুখে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ভগবান রামচন্দ্রের ছবিতে নিজের মুখ সুপার ইম্পোজ করে বিতর্কের কেন্দ্রে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Banaras Hindu University Controversy) ভিস্যুয়াল আর্টের সহকারী অধ্যাপক।

Banaras Hindu University. (Photo Credits: Wikimedia Commons)

বারাণসী, ১৫ ফেব্রুয়ারি: ভগবান রামচন্দ্রের ছবিতে নিজের মুখ সুপার ইম্পোজ করে বিতর্কের কেন্দ্রে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Banaras Hindu University Controversy) ভিস্যুয়াল আর্টের সহকারী অধ্যাপক।  তাঁর নাম অমরেশ কুমার। এখানেই শেষ নয়, রামচন্দ্রের শরীরে নিজের মুখ বসানোর পর সীতার ছবিতে স্ত্রীর মুখ বসিয়ে দিয়েছেন ওই অধ্যাপক। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্মীরা একটি প্রদর্শনীর আয়োজন করেন। সেখানে ওই ছবি প্রদর্শিত হয়। এই ঘটনায় রেগে আগুন পড়ুয়াদের অভিযোগ, অধ্যাপক অমরেশ কুমার ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিও জানায় পড়ুয়ারা। আরও পড়ুন-Valentine’s Day 2022: ভ্যালেন্টাইন্স ডে' র দিনে যুগলদের হেনস্তা, যোগীর রাজ্যে গ্রেপ্তার বজরং দলের সদস্যরা

যদিও এহেন অভিযোগের কোপে পড়েও পিছু হটতে নারাজ  অমরেশ কুমার বলেছেন, এই সুপার ইম্পোজের বিষয়টি বিরাট কোনও অপরাধ নয়। কারণ রামচন্দ্র আমাদের সকলের মধ্যেই বসবাস করেন। এনিয়ে আর একটি কথাও বলেননি অমরেশ কুমার । যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবি, এখনই যদি পদক্ষেপ না করা হয়, তাহলে তারা বিক্ষোভ শুরু করবে।