Rahul Gandhi: জম্মু-কাশ্মীরের ঘটনাটি উদ্বেগজনক এবং নিন্দনীয়! তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা নিয়ে মন্তব্য রাহুল গান্ধীর

Rahul Gandhi (Photo Credit ANI/Twitter)

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদীর শপথগ্রহণের দিনই জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। রিয়াসি এলাকা দিয়ে একটি তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া বাসের ওপর এলোপাথারি গুলি চালায় একদল জঙ্গি। আর তাতেই মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত ৩০ জনের বেশি। ঘটনার পর গা ঢাকা দিয়েছে সন্ত্রাসবাদীরা। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ টিম। যদিও তাঁদের কোনও হদিশ পাওয়া যায়নি বলেই খবর। মর্মান্তিক এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। একই সঙ্গে তিনি এই ঘটনা নিয়ে তীব্র নিন্দাও করেছেন।

তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় আমি অত্যন্ত মর্মাহত। স্থানীয় শিবখোদি মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল একটি বাস, তাতে হামলা চালায় দুষ্কৃতিরা। এই লজ্জাজনক ঘটনায় আমি জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল একই সঙ্গে যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। গোটা দেশ সন্ত্রাসের বিরোধীতায় ঐক্যবদ্ধ।

এদিকে এই ঘটনার পর পুঞ্চ, রাজৌরি, রিয়াসি এলাকার জঙ্গলগুলিতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। যদিও এর দায় এখনও কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। অন্যদিকে ওই এলাকা বাড়ানো হয়েছে নিরাপত্তা। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।