Supriya Shrinate: 'দলের শীর্ষ নেতৃত্বের কথাই শুনছেন না', ক্ষমাপ্রার্থী কঙ্গনাকে নিয়ে মন্তব্য সুপ্রিয়ার
কখনও কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য, কখনও আবার কৃষি বিল ফিরিয়ে আনার দাবি, বিতর্কিত মন্তব্য করে ক্রমেই দলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে চলেছেন মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত।
কখনও কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য, কখনও আবার কৃষি বিল ফিরিয়ে আনার দাবি, বিতর্কিত মন্তব্য করে ক্রমেই দলের অন্দরে অস্বস্তি বাড়িয়ে চলেছেন মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এবার তাঁর মন্তব্য কৃষকদের ভালো জন্য উচিত আবারও কৃষি বিল ফিরিয়ে আনা। তাঁর এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছে। এমনকী বিজেপি নেতৃত্ব তাঁর এই মন্তব্যকে ব্যক্তিগত বলেও দাবি করেছে। তারপরেই কঙ্গনা অবশ্য ক্ষমা চেয়েছেন। কিন্তু এত সহজে যে কংগ্রেস এই বিষয়টি ছাড়বে না, তা আগেই বোঝা গিয়েছিল।
এবার কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ (Supriya Shrinate) বলেন, কঙ্গনা কোনও ছোটোখাটো নেত্রী নন, তিনি ২৪০ বিজেপি সাংসদের মধ্যে অন্যতম। ফলে তিনি কী মন্তব্য করছে না করছেন সেটা নিয়ে তাঁর সংযত হওয়া উচিত। আর উনি প্রতিবারই বিতর্কিত মন্তব্য করছেন এবং তারপর ক্ষমা চাইছেন। বিজেপি কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোনিপথে এসে বলছেন কঙ্গনার মন্তব্য তিনি সমর্থন করছেন না। কিন্তু দল থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে।