Rahul Gandhi: রাহুল গান্ধীকে খুনের হুমকি, কাঠগড়ায় বিজেপি নেতা
দিল্লি পুলিশকে চিঠির মাধ্যমে অবিলম্বে এই ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নয়াদিল্লিঃ প্রাণ সংশয়ে ভুগছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। কংগ্রেস(Congress) যুবরাজকে প্রাণে মেরে ফেলার হুমকিতে প্ররোচনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের (Police)দ্বারস্থ হয়েছে কংগ্রেস। দিল্লি পুলিশকে(Delhi Police) কংগ্রেস জানিয়েছে একাধিক বিজেপি এবং এনডিএ শরিকের নেতারা রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। এই তালিয়ার রয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়ার, উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং থেকে শুরু করে রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। এই সকল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। সম্প্রতি, জনসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর জিভ কেটে ফেললে ১১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন সঞ্জয় গাইকোয়ার। রভনীত সিং বিট্টুও সুযোগ পেলেই কংগ্রেস নেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন। এ সব আচরণেই আরও সন্দেহে জোড়াল হচ্ছে। দিল্লি পুলিশকে চিঠির মাধ্যমে অবিলম্বে এই ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব।
রাহুল গান্ধীকে খুনের হুমকি