Rahul Gandhi: বিজেপি সবসময় দেশের আসল সমস্যা থেকে মনোযোগ সড়াচ্ছে, দাবি রাহুল গান্ধির

লোকসভা নির্বাচনে বিজেপি দেশের আসল সমস্যা এড়িয়ে যাচ্ছে। রাজস্থানের অনুপগড়ের জনসভা থেকে এমনটাই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi)। তিনি বলেন, "বিজেপি বেকারত্ব, মুদ্রাস্ফীতি এইসব নিয়ে কথা বলে না। এমনকী এই প্রসঙ্গ থেকে জনতার মনোযোগ সড়ানোর পুরো চেষ্টা করছে। তাঁরা চায় না পিছিয়ে পড়া মানুষ, কৃষকদের সমস্যা এই বিষয় নিয়ে জাতীয় এবং স্থানীয় চ্যানেলগুলিতে কথা হোক"।