Jayant Chaudhary: মোদীকে দাদু চরণ সিংয়ের আসনে বসিয়ে কংগ্রেসকে আক্রমণ জয়ন্ত চৌধুরীর

Jayant Chaudhary (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১০ ফেব্রুয়ারিঃ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিংকে (Chaudhary Charan Singh) ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। দাদু চরণ সিংকে ভারতরত্ন ঘোষণা করার কৃতজ্ঞতায় INDIA জোট ছেড়ে মোদী শিবিরে যোগ দিয়েছেন আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী। উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দারুণ লড়াই করা জয়ন্ত (Jayant Chaudhary) শিবির বদল করতেই উল্টো সুর। শিবির বদলের পরদিন লোকসভায় সরকার পক্ষের আলোচনায় যোগ দিয়ে জয়ন্ত চৌধুরী তাঁর দাদু চৌধুরী চরণ সিংয়ের আসনে বসালেন মোদীকে। চরণ সিং যেমন ভারত গড়তে চেয়েছিলেন, তেমন দেশ উপহার দিচ্ছেন মোদী। এমন কথাও বলেছেন RLD প্রধান।

যে জয়ন্ত ক মাস আগে লখিমপুর-খেরিতে আন্দোলনরত কৃষকদের উপর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে পিষে দেওয়ার ঘটনাকে জঙ্গি হানার সঙ্গে তুলনা করেছিলেন। মোদী, যোগী আদিত্যনাথকেও বারবার তোপ দাগতেন। রাজ্যসভার সাংসদ জয়ন্তর সঙ্গে বিজেপির রফা হয়েছে, দুচি আসনে আরএলডি-কে ছাড়া, ও একটি রাজ্যসভার আসন নিয়ে। অথচ অখিলেশ যাদবের সঙ্গে ৭টি আসন পেয়েও জোটে যেতে রাজি হননি জয়ন্ত।

কংগ্রেসকে এদিন লোকসভায় তীব্র আক্রমণ করে জয়ন্ত চৌধুরী বলেন, ওদের ঐতিহ্যই হল চৌধুরী চরণ সিং ও ভারতরত্নের অপমান করা।