Satya Pal Malik: 'কুকুরের মৃত্যুতে শোকপ্রকাশ অথচ ৬০০ কৃষকের মৃত্যুতে চুপ কেন্দ্র', কটাক্ষ মেঘালয়ের রাজ্যপালের

জয়পুরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে মেঘালয়ের রাজ্যপাল বলেন, দেশে একটি কুকুরের মৃত্যু হলেও, দিল্লির নেতারা শোকপ্রকাশ করেন, অথচ কৃষক মৃত্যুতে কারও কোনও হেলদোল নেই।

Narendra Modi, Satya Pal Malik (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৮ নভেম্বর: কৃষক আন্দোলন নিয়ে ফের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মেঘালয়ের রাজ্যপাল (Meghalaya Governor) সত্যপাল মালিক।

জয়পুরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে মেঘালয়ের রাজ্যপাল বলেন, দেশে একটি কুকুরের মৃত্যু হলেও, দিল্লির নেতারা শোকপ্রকাশ করেন, অথচ কৃষক মৃত্যুতে কারও কোনও হেলদোল নেই। কৃষক আন্দোলন চলাকালীন এখনও পর্যন্ত প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। অথচ এত কৃষকের মৃত্যুর পরও এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও টু শব্দ করা হয়নি। ৬০০ কৃষক শহিদ হলেও, দিল্লির নেতারা চুপ করে রয়েছেন বলে তোপ দাগেন সত্যপাল মালিক।

আরও পড়ুন: Ayodhya Cantt: ফৈজাবাদ পালটে অযোধ্যা ক্যান্টনমেন্ট, যোগী রাজ্যে ফের স্টেশনের নাম বদলে জল্পনা

মেঘালয়ের রাজ্যপালের অভিযোগ, পরপর কৃষক মৃত্যুর পর দিল্লির নেতারা যেমন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চুপ। কৃষকদের কথা ভাবেন না প্রধানমন্ত্রী মোদী। আন্দোলনরত কৃষক হোন কিংবা শহিদ, প্রত্যেককে ভিন দেশের মানুষ বলে প্রধানমন্ত্রী মোদী মনে করেন বলেও তোপ দাগেন সত্যপাল মালিক।

সত্যপাল মালিকের কথায়, মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনের জেরে সম্প্রতি , ৭ জনের মৃত্যু হয়। ওই মৃত্যুর পরও দিল্লির নেতাদের তরফে শোক প্রকাশ করা হয়।