Tamil Nadu Breakfast Scheme: তামিলনাড়ুর আরও এক রাজ্যের স্কুলে ব্রেকফাস্ট প্রকল্পের উদ্বোধন, বাচ্চাদের সঙ্গে প্রাতরাশ সারলেন মুখ্যমন্ত্রী স্টালিন
বাচ্চাদের নিজের হাতে খাবার পরিবেশন করা থেকে শুরু করে খুদেদের পাশে বসে গল্প করতে করতে নিজেও প্রাতরাশ সারলেন মুখ্যমন্ত্রী।
ভারতে মধ্যে তামিলনাড়ু (Tamil Nadu) প্রথম দেশ যেখানে স্কুলে মিড-ডে মিল চালু হয়েছিল। পড়ুয়াদের আরও বেশি করে স্কুলমুখী করতে ১৯৫৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামারাজ মাদুরাইয়ের একটি স্কুলে এই প্রকল্প চালু করেছিলেন। এরপর ২০০১ সালে সুপ্রিম কোর্ট সকল রাজ্য সরকারকে নিজেদের রাজ্যে স্কুলগুলোতে মিড-ডে মিল চালু করার নির্দেশ দিয়েছিল।
মিড-ডে মিলের পর তামিলনাড়ুই প্রথম রাজ্য যেখানে স্কুল পড়ুয়াদের জন্যে প্রাতরাশ প্রকল্প বা ব্রেকফাস্ট স্কিম চালু হয়েছে (Tamil Nadu Breakfast Scheme)। সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ( CM MK Stalin) গতবছর মাদুরাইয়ের সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্যে ব্রেকফাস্ট স্কিম চালু করেছেন।
নাগাপট্টিনমের স্কুলে ব্রেকফাস্ট স্কিমের উদ্বোধন...
মাদুরাইয়ের পর নাগাপট্টিনম জেলার একটি সরকারি স্কুলে আজ শুক্রবার ব্রেকফাস্ট স্কিমের উদ্বোধন করলেন স্টালিন। বাচ্চাদের নিজের হাতে খাবার পরিবেশন করা থেকে শুরু করে খুদেদের পাশে বসে গল্প করতে করতে নিজেও প্রাতরাশ সারলেন মুখ্যমন্ত্রী।