Karnataka Shocker: বাবা-মা মোবাইল ফোনের ব্যবহার কমাতে বলায় আত্মহত্যা ক্লাস ৯-এর পড়ুয়ার
মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে বাবা-মা পড়াশোনায় মনোযোগ দিতে বলায় আত্মহত্যা ১৫ বছর বয়সী কিশোরের।
কর্ণাটকে মর্মান্তিক ঘটনা। মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে বাবা-মা পড়াশোনায় মনোযোগ দিতে জোর করায় আত্মহত্যা ১৫ বছর বয়সী কিশোরের। ঘটনাটি ঘটেছে গত ৫ নভেম্বর কর্ণাটকের গৌরীবিদানুরে চিত্তভালাহল গ্রামে।
সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম লোকেশ। গত রবিবার লোকেশের বাবা-মা তাকে তাঁর মোবাইল ফোন ব্রাউজিংয়ে বেশি সময় নষ্ট না করে পড়াশোনায় মনোনিবেশ করতে বলেছিলেন। এর পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং লোকেশ বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়। পুলিশ এই ঘটনার একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: Rajasthan Shocker: বান্ধবীর অন্য জায়গায় বিয়ে, দুঃখে গায়ে ডেটোনেটর দিয়ে আত্মহত্যা রাজস্থানের যুবকের (দেখুন টুইট)