IPL Auction 2025 Live

Chris Gayle: ৪১-এও ক্রিস গেইলের ব্যাটে ঝড়, টি২০-তে ১৪ হাজার রান করা দুনিয়ার প্রথম মানব

: ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যখন তাঁর প্রথম হাফ সেঞ্চুরিটা করেছিলেন ক্যারাবিয়ান তারকা ক্রিস গেইল (Chris Gayle) তখন তাঁর বয়স ছিল ২০।

ক্রিস গেইল। (File Image/Photo Credits: PTI)

গ্রস আইসলেট, ১৩ জুলাই: ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যখন তাঁর প্রথম হাফ সেঞ্চুরিটা করেছিলেন ক্যারাবিয়ান তারকা ক্রিস গেইল (Chris Gayle) তখন তাঁর বয়স ছিল ২০। আর গতকাল রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে গেইল যখন হাফ সেঞ্চুরি করলেন, তখন তাঁর বয়স ৪১। বিশ্ব ক্রিকেটে গেইলের ঝড় চলছেই।

সোমবার রাতে (ভারতীয় সময়) গ্রস আইসলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় উঠল গেইল ঝড়। প্রথমে ব্যাট করে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে খেলা অজিরা করে ১৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে তিন নম্বরে খেলে গেইল করলেন ৩৮ বলে ৬৭ রান। চারটে বাউন্ডারি, সলাতটা ওভার বাউন্ডারি হাঁকানো ঝড়ো ইনিংস খেলে একাই দলকে জিতিয়ে আনলেন গেইল। মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পাদের বল মেরে ছাতু করে ৪১ বছর বয়েসে হলেন ম্যান অফ দ্য ম্যাচ। তাঁর রেকর্ড গড়া ইনিংসে ভর করে দু ম্যাচ বাকি থাকতেই ক্যারিবিয়ানরা টি২০ সিরিজ জিতে নিল।

As the cliche goes, form is temporary but class is permanent. Gayle storm is back with 67 off 38 and 7 sixes! #SixMachine

এই ম্যাচে হাফ সেঞ্চুরির সৌজন্যে টি টোয়েন্টি ক্রিকেটের বড় মাইলস্টোন পূর্ণ করলেন 'ইউনিভার্সাল বস'। টি টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলস্টোন গড়া দুনিয়ার প্রথম ক্রিকেটার হলেন গেইল। ৪০ পেরিয়ে চালশে নয়, বলকে এখনও ফুটবল দেখছেন গেইল। গেইলের সাফ কথা, তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। বোঝাই যাচ্ছে চলতি বছর টি২০ বিশ্বকাপ জিততে গেইল নিজেকে উজাড় করে দেবেন।