Child Porn: সরকারি কর্মচারি থেকে ছাত্র, শিশু পর্নগ্রাফি তদন্তে চাঞ্চল্যকর মোড়
আইটি অ্যাক্ট ২০০০ অনুসারে শিশু পর্নগ্রাফি দেখা, ডাউনলোড করা, কিংবা প্রচার করা অপরাধমূলক কাজ হিসাবেই গন্য হয়। যার অধীনে শাস্তি হিসাবে অভিযুক্তদের অন্ততপক্ষে ৫ বছরের জেল নির্ধারিত রয়েছে।
হায়দরাবাদ, ২০ মার্চঃ হায়দরাবাদে শিশু পর্নগ্রাফির (Child Pornography) তদন্তে নেমেছে তেলেঙ্গানা পুলিশ। সন্দেহভাজনের তালিকায় রয়েছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে পড়ুয়া এবং প্রযুক্তি সংস্থায় কর্মরতরা।
তেলেঙ্গানা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দপ্তর রাজ্য জুড়ে শিশু পর্নগ্রাফির মামলায় ৪৩ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও পুলিশের সন্দেহের তালিকায় রয়েছেন আরও অনেকেই। পুলিশ সূত্রে খবর, শিশু পর্নগ্রাফি মামলায় সন্দেহভাজনের তালিকায় তাঁদের নজরে আরও কয়েকজন রয়েছেন। যাদের মধ্যে কেউ সরকারি চাকুরীজীবী, কেউ সফটওয়্যার পেশাদার তো আবার কেউ পড়ুয়া।
শনিবার অবধি সে রাজ্যে ৪৪ টি শিশু পর্নগ্রাফির মামলা জমা পড়েছে। যার মধ্যে ৩৪ টি মামলার তদন্ত চলছে।
অভিযুক্তদের মধ্যে অধিকাংশকেই সোশ্যাল মিডিয়ায় শিশু পর্নগ্রাফির ভিডিয়ো ছড়ানোর অপরাধে গ্রেফতার করা হয়েছে। আইটি অ্যাক্ট ২০০০ (Information Technology Act 2000) অনুসারে শিশু পর্নগ্রাফি দেখা, ডাউনলোড করা, কিংবা প্রচার করা অপরাধমূলক কাজ হিসাবেই গন্য হয়। যার অধীনে শাস্তি হিসাবে অভিযুক্তদের অন্ততপক্ষে ৫ বছরের জেল নির্ধারিত রয়েছে।