Uttar Pradesh: পথ কুকুরের আক্রমণে মৃত ১ বালিকা, গুরুতর জখম আরও ২ জন
চিকিৎসকরা একজন বালিকাকে মৃত ঘোষণা করেন, আরও দুই জন গুরুতর জখম।
উত্তরপ্রদেশ: বিজনোরে একদল কুকুর (Dog) ৩ বালিকাকে আক্রমণ করে। চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা ছুটে আসেন। অনেক চেষ্টার পর কুকুরের খপ্পর থেকে তাঁদের মুক্ত করেন, তিন বালিকাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা একজন বালিকাকে মৃত ঘোষণা করেন। আরও দুই জন গুরুতর জখম, তারা এখন চিকিৎসাধীন।
সূত্রে খবর, প্রতাপ নামের এক ব্যক্তির তিন মেয়ে সোনা, সঞ্জনা, সোনুর মেয়ে অবনী কাঠ সংগ্রহ করতে মাঠে যাচ্ছিল।সে সময় কুকুর তাদের উপত হামলা চালায়। কুকুরের আক্রমণে আহত মেয়েদের হাসপাতালে ভর্তি করে গ্রামবাসী। সেখানে চিকিৎসক সোনা নামের মেয়েটিকে মৃত ঘোষণা করেন।