Chhattisgarh Medical Apathy: রান্নার বাসনে বসিয়ে নদী পার করানো হল অন্ত:সত্ত্বাকে, প্রসব করলেন মৃত সন্তান
স্বাস্থ্য পরিষেবায় ঔদাসীন্যতার চরম নিদর্শন। সন্তানসম্ভবা (Pregnant Woman) এক মহিলাকে রান্নার বড় পাত্রে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। তাও আবার ১৫ কিলোমিটার দূরে। হাসপাতালে যাওয়ার পথে নদী পড়ে। নেই কোনও সেতু বা রাস্তা। সেই কারণেই মহিলার পরিবারের লোকজনকে এভাবেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই ছবি ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরের গোরলার।
বিজাপুর, ২৩ জুলাই: স্বাস্থ্য পরিষেবায় ঔদাসীন্যতার চরম নিদর্শন। সন্তানসম্ভবা (Pregnant Woman) এক মহিলাকে রান্নার বড় পাত্রে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। তাও আবার ১৫ কিলোমিটার দূরে। হাসপাতালে যাওয়ার পথে নদী পড়ে। নেই কোনও সেতু বা রাস্তা। সেই কারণেই মহিলার পরিবারের লোকজনকে এভাবেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই ছবি ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুরের গোরলার।
সংবাদসংস্থা ANI একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে সন্তানসম্ভবা মহিলাকে রান্নার কাজে ব্যবহৃত বড় পাত্রে বসিয়ে জলে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা সেই পাত্র ঠেলে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন। ওই মহিলা হাসপাতালে পৌঁছানোর পরের দিন মৃত সন্তান প্রসব করেন। আরও পড়ুন: Himachal Pradesh: সন্তানদের অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনতে গোরু বিক্রি করলেন ব্যক্তি
Chhattisgarh: Pregnant woman crossed river in a utensil, with her family's help in Bijapur's Gorla, to go to hospital 15 km away on the other side on 14th July. Family did this in absence of road/bridge. Woman later gave birth to stillborn child, family alleges medical negligence pic.twitter.com/UG06E8PWXc
ওই মহিলার বোন স্বাস্থ্য পরিষেবায় গাফিলতির অভিযোগ করেছেন। অভিযোগ, হাসপাতালে কয়েকঘণ্টা অপেক্ষা করার পর ওই মহিলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তার ফলেই গর্ভে সন্তানের মৃত্যু হয়। তিনি বলেন, "পরের দিন আমার দিদি ব্যথা অনুভব করলেও চিকিৎসক ও নার্সর জানান, প্রসবের এখনও সময় হয়নি। পরে তাঁদের শিফট শেষ হয়ে গেলে তাঁরা চলে যান। পরের শিফটের লোকজন কয়েক ঘন্টা পরে আসেন, তাঁরা ডাক্তার ডেকে আনেন। যদিও দিদি মৃত সন্তান প্রসব করেন।"
স্থানীয় ব্লক মেডিকল অফিসার বলেন,"আমরা ডাক্তার ও নার্সকে নোটিশ পাঠিয়েছি। ডাক্তার ও নার্স নোটিশের জবাব দেওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবব।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)