Fake Passport Racket: তিরুবন্তপুরমে ভুয়ো পাসপোর্ট সমেত ধৃত বাংলাদেশের নাগরিক, বাড়ল গোয়েন্দা তৎপরতা

শ্রীলঙ্কা থেকে ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল একজন বাংলাদেশি নাগরিক। তাকে গত ১৩ অগাস্ট কেরলের তিরুবন্তপুরম বিমানবন্দরে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

Photo Credits: Wikimedia commons

চেন্নাই: শ্রীলঙ্কা (Sri Lanka) থেকে ভুয়ো পাসপোর্ট (fake passport) নিয়ে ভারতে (India) এসেছিল একজন বাংলাদেশি নাগরিক (Bangladeshi national)। তাকে গত ১৩ অগাস্ট কেরলের (Kerala) তিরুবন্তপুরম বিমানবন্দরে (Thiruvananthapuram airport) গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

এরপরই কেন্দ্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি (central agencies) তাদের তৎপরতা বাড়িয়েছে এবং জাল পাসপোর্ট চক্রের (fake passport racket) খোঁজে নজরদারি বাড়ানোর (increased surveillance) জন্য তামিলনাড়ু সরকারের গোয়েন্দাদের (Tamil Nadu state intelligence) সতর্ক (alert) করেছে।

তদন্তকারীদের জেরায় ধৃত বাংলাদেশের নাগরিক জানিয়েছে, ভুয়ো পাসপোর্ট নিয়ে শ্রীলঙ্কা হয়ে ভারতে এসেছিল সে। এখন থেকে ইউরোপে (Europe) গিয়ে সেখানে স্থায়ী ভাবে বসবাস করার ছক ছিল তার। ধৃতের বয়ানে প্রচুর অসংগতি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থাগুলি সতর্ক করার পর তামিলনাড়ু পুলিশের তরফে ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা নামে পরিচিত ইলিয়াসকে জেরা করা হয়েছে। আরও পড়ুন: HC On Wife's Threats Of Suicide And Torture: দিল্লি হাইকোর্টের তিরস্কার, স্ত্রীর আত্মহত্যা ও নির্যাতনের হুমকির থেকে বড় অত্যাচার আর হতে পারে না (দেখুন টুইট)