Canada Row: কানাডার মন্দিরে হিন্দুদের মারধর করল খালিস্তানিরা, ভারতে নিষিদ্ধ জঙ্গিদের বাড়বাড়ন্ত ট্রুডোর দেশে, নজর দিল্লির
হিন্দু সভা মন্দিরে যে ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধ পদক্ষেপ করা হবে এবং কানাডার এই গণ্ডগোল বন্ধের জন্য কড়া ব্যবস্থা করা হবে। এমনই আশ্বাস দেন জাস্টিন ট্রুডো সরকারের প্রধান বিরোধী নেতা পলিভেয়ার।
দিল্লি, ৪ নভেম্বর: ভারতের (India) সঙ্গে কানাডার (Canada) সম্পর্কের উত্তাপ আরও কিছুটা বৃদ্ধি পেল। এবার কানাডার হিন্দু সভা মন্দিরে (Hindu Temple) মারধরের ঘটনা ঘটল। কানাডার ব্রাম্পটনে অবস্থিত মন্দিরে হাজির হিন্দু ভক্তদের মারধর করে খালিস্তানি (Khalistani) জঙ্গিরা। নিষিদ্ধ খালিস্তানিরা কীভাবে হিন্দু মন্দিরে থাকা মানুষজনকে মারধর করে, তা নিয়ে প্রশন উঠতে শুরু করে। শুধু তাই নয়, নিষিদ্ধ খালিস্তানিদের হাতে হিন্দুদের মারধরের ঘটনায় জাস্টিন ট্রুডো সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন সে দেশে বসবাসকারী ভারতীয়রা।
হিন্দু মন্দিরে থাকা ভক্তদের খালিস্তানিদের মারধরের ঘটনার কড়া নিন্দা করা হয়েছে ভারতের তরফে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয়, কানাডা সরকারের কাছে সেই আবেদন জানানো হয় দিল্লির তরফে।
দেখুন কানাডায় কী পরিস্থিতি...
নিজের এক্স হ্যান্ডেলে পলিভেয়ার লেখেন, ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে যে ঘটনা ঘটেছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানান পলিভেয়ার। কানাডায় বসবাসকারী প্রত্যেকে যাত নিজেদের এবং অপরের নিরাপত্তা নিয়ে যাতে সাবধানে থাকেন, সেই আবেদনও করেন ট্রুডোর প্রধান বিরোধী পলিভেয়ার।
কানাডায় দিনের পর দিন ধরে খালিস্তানিদের বাড়বাড়ন্ত কোন পর্যায়ে যাচ্ছে, সে বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে।