UP Tragic Suicide: যোগী রাজ্যে নামাজের অনুমতি দিয়ে বাস থামানোয় সাসপেন্ড কন্ডাক্টর! ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
বরেলি-দিল্লি হাইওয়েতে বাসের দুই যাত্রীকে নামাজ পড়ার অনুমতি দিয়ে কিছুক্ষণের জন্য বাস থামানোয় কন্ডাক্টর মোহিত যাদব ও চালক কেপি সিংকে সাসপেন্ড করা হয়। এই ঘটনায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মোহিত।
মইনপুরি: উত্তরপ্রদেশের রোডওয়েজের আপএসআরটিসি (UPSRTC) বাস কন্ডাক্টর মোহিত যাদব (৩২) বাসের কিছু যাত্রীদের নামাজ পড়ার অনুমতি দিয়ে বাসটি থামিয়ে ছিলেন। নামাজের জন্য যাত্রী বোঝাই বাসটি কিছুক্ষণ থামিয়ে রাখার জন্য তাঁকে সাসপেন্ড করা হয়। এই ঘটনার পর মোহিত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
সূত্রে খবর, গত ৩ জুন দিল্লিগামী বাসের কন্ডাক্টর (Bus Conductor) ছিলেন মোহিত যাদব। তিনি ও বাসের চালক বরেলি-দিল্লি হাইওয়েতে বাসের দুই যাত্রীকে নামাজ পড়ার অনুমতি দিয়ে কিছুক্ষণের জন্য বাসটি থামিয়েছিলেন। এই ঘটনার পর ৫ জুন মোহিত ও বাস চালক কেপি সিং (৫৮) দুজনকেই সাসপেন্ড করা হয়। আরও পড়ুন: Sudden Heart Attack Death in Nuh: শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা নুহতে, হৃদরোগে মৃত্যু কর্মরত সাব-ইন্সপেক্টরের
মোহিত উত্তরপ্রদেশের মইনপুরি জেলার বাসিন্দা। তিনি গত আট বছর ধরে ইউপি রোডওয়েজের আপএসআরটিসি চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন। এই ঘটনায় তাঁদের চাকরি চলে যাওয়ায় দুজনেই বেকার হয়ে পড়েন। এরপর গত রবিবার রাতে মোহিত নিখোঁজ হন, পরের দিন সকালে তাঁর বাড়ির কাছে একটি রেলপথে তাঁর মৃতদেহ পাওয়া যায়। মোহিতের মৃত্যুর পর তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘ওর টাকা ফুরিয়ে গিয়েছিল। সংসার চালাতে হিমশিম খাচ্ছিল।’