Buffalo Attack in Kerala: ষাঁড়ের গুঁতো, কেরলে বলি দুই প্রতিবেশী, বন দফতরের বিরুদ্ধে পথে গ্রামবাসী
জঙ্গলে পর্যাপ্ত খাবার না পাওয়ার ফলেই জনবসতি এলাকায় হানা দিচ্ছে জঙ্গলি প্রাণীরা। আর যার জেরে বেঘোরে গ্রামবাসীদের প্রাণ যাচ্ছে, এমন অভিযোগ তুলে পথ অবরোধে নেমেছেন গ্রামবাসীরা।
তিরুবনন্তপুরম, ১৯ মেঃ ষাঁড়ের জুতো খেয়ে কেরলে মৃত্যু হল দুই প্রতিবেশীর। শুক্রবার কেরলের কোট্টায়ম জেলার ইরুমেলিতে জঙ্গলি ষাঁড়ের গুঁতোয় বেঘোরে প্রাণ হারালেন দুই ব্যক্তি।
এদিন সকালে বাড়ির উঠোনে বসে খবরের কাগজ পড়ছিলেন চাকোচেন নামে ওই ব্যক্তি। এমন সময়ে এক জঙ্গলি ষাঁড় রুদ্ধশ্বাস বেগে তাঁর বাড়ির উঠোনে ঢুকে পড়ে সিং দিয়ে গুঁতিয়ে দেয় তাঁকে। ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে তাঁর। সেখান থেকে বেরিয়ে ষাঁড়টি ছুটে যায় প্রতিবেশী থমাসের বাড়ি। থোমাসেও উপরও হামলা করে ওই বৃষ। গুরুতর জখম অবস্থায় কোট্টায়ম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি। হাসপাতালে মৃত্যু হয়েছে থমাসের।
জঙ্গলি ষাঁড়ের আক্রমণে ঘরের নিচে এই ভাবে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছে না গ্রামবাসী। ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। এই ঘটনায় বন দফতর কর্মীদের গা ফিলতির অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। জঙ্গলে পর্যাপ্ত খাবার না পাওয়ার ফলেই জনবসতি এলাকায় হানা দিচ্ছে জঙ্গলি প্রাণীরা। আর যার জেরে বেঘোরে গ্রামবাসীদের প্রাণ যাচ্ছে, এমন অভিযোগ তুলে পথ অবরোধে নেমেছেন গ্রামবাসীরা।