Budget 2023-24: বাজেট অধিবেশনের আগে কেন্দ্রের সর্বদল বৈঠকে নেই কংগ্রেস নেতারা

২৭ টি রাজনৈতিক দলের মোট ৩৭ জন নেতা যোগ দিয়েছিলেন এদিনের সর্বদল বৈঠকে। কিন্তু দেখা মিলল না কোন কংগ্রেস নেতার ।

All Party Meeting in Parliament (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ৩০ জানুয়ারিঃ মঙ্গলবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু। তার আগে সোমবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় সরকার। এদিন দুপুর ১২ টায় শুরু হয়েছিল বাজেট অধিবেশনের বৈঠক। বাজেট অধিবেশন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্যেই সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছিলেন মোদী সরকার। ২৭ টি রাজনৈতিক দলের মোট ৩৭ জন নেতা যোগ দিয়েছিলেন এদিনের সর্বদল বৈঠকে। কিন্তু দেখা মিলল না কোন কংগ্রেস নেতার ।

আরও পড়ুনঃ কেন্দ্রের সর্বদলে তৃণমূল তুলল মোদীর ওপর করা বিবিসির তথ্যচিত্রের প্রসঙ্গ

সংসদ ভবনে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়াল, ভি মুরালিধরন প্রমুখরা। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায় সহ প্রমুখ বিরোধী নেতাদের উপস্থিতিতে এদিনের বৈঠক সম্পন্ন হয়েছে। কিন্তু কংগ্রেস থেকে কোন নেতাই উপস্থিত ছিলেন না বৈঠকে।  ফলে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারির প্রথম দিনে পেশ হবে বাজেট,প্রথা মেনে সর্বদলীয় বৈঠকের ডাক প্রহ্লাদ জোশির

সংসদের বাজেট অধিবেশনের আগে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে কোন কংগ্রেস নেতার উপস্থিত না থাকার কারণ হিসাবে ভারত জোড়ো যাত্রাকেই উপলক্ষ্য বলে চিহ্নিত করা হচ্ছে। সূত্রের খবর, কংগ্রেসের দুই শীর্ষস্থানীয় নেতা মল্লিকার্জুন খাগড়ে এবং অধীর রঞ্জন চৌধুরী আটকে পড়েছেন শ্রীনগরে। আজ শ্রীনগরে শেষ হল ভারত জোড়ো যাত্রা পথ। পথযাত্রার  শেষ দিনের দলের সঙ্গে শ্রীনগরে জুড়েছেন মল্লিকার্জুন এবং অধীর। আর সেই কারণেই নাকি তাঁরা এদিনের সর্বদল বৈঠকে হাজির থাকতে পারেননি।