Bareilly Shocker: নৈশভোজের টেবিলে গোলযোগ, কনের মামাকে কুপিয়ে খুন বরের আত্মীয়র

নৈশভোজের টেবিলে গোলমালের জের গড়ালো খুনোখুনিতে৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে হবু বউমার মামার৷ চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির (Bareilly) নবাবগঞ্জের বাকার গঞ্জে৷

ঘটনাস্থল (Photo Credits: ANI)

বরেলি, ১৯ মে: নৈশভোজের টেবিলে গোলমালের জের গড়ালো খুনোখুনিতে৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে হবু বউমার মামার৷ চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির (Bareilly) নবাবগঞ্জের বাকার গঞ্জে৷ স্থানীয় বেহেদি এলাকার বাসিন্দা রামকুমার কাশ্যপ তাঁর মেয়ের বিয়ে ঠিক করে ছিলেন বাকারগঞ্জের বাসিন্দা লালতা প্রসাদের ছেলের সঙ্গে৷ এদিকে লালতা প্রসাদের বাড়িতে তিলক অনুষ্ঠান৷ এই উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন হবু বেয়াই মশাই রামকুমার৷ সোমবার রাতে এই অনুষ্ঠানে যোগ দিতে শ্যালক মানশরণ কাশ্যপ-সহ বেশ কয়েকজ আত্মীয়কে নিয়ে হবু জামাইয়ের বাড়িতে যান রামকুমার কাশ্যপ৷ আগত অতিথিদের মধ্যে বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল৷ নৈশভোজের টেবিলে তারা সমস্যা তৈরি করতেই এককথা দুকথায় বচসা শুরু হয়ে যায়৷  আরও পড়ুন-West Bengal Weather Update: তাপদগ্ধ মে মাস, আদ্রতার চাপে নাজেহাল বঙ্গবাসী

এই দেখে লালতা প্রসাদের ঘনিষ্ঠ আত্মীয় ভগবান দাস মদ্যপ মানশরণের উপরে ঝাঁপিয়ে পড়ে৷ তাকে এলোপাথাড়ি কোপায়৷ ভগবান দাসের চার সঙ্গী রামকুমার-সহ বাকিদের আক্রমণ করলে ঘটনাস্থলেই মানশরণের মৃত্যু হয়৷ আক্রান্তদের মধ্যে চারজনের আঘাত গুরুতর৷ এই প্রসঙ্গে গ্রামীণ পুলিশ সুপার রাজকুমার আগরওয়াল বলেছেন, “মূল অভিযুক্ত ভগবান দাস ও বাকি চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে৷ ইতিমধ্যেই খুনের অস্ত্র-সহ গ্রেপ্তার হয়েছে ভগবান দাস৷”



@endif