Bombay High Court: মাওবাদী সন্দেহে গ্রেফতার হওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপককে বেকুসুর খালাস করল আদালত

মাওবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক এবং দেশ বিরোধী কর্ম কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

Acquits former DU Professor GN Saibaba (Photo Credit: X)

নয়াদিল্লি: বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ (Nagpur Bench) দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবাকে (GN Saibaba) বেকসুর খালাস (Acquits) করেছে। জিএন সাইবাবা এবং তাঁর সহ-অভিযুক্তদের ২০১৭ সালে মার্চ মাসে মাওবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক (Maoist Link Case)  এবং দেশ বিরোধী কর্ম কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়, তাঁদের কাছ থেকে নকশাল সাহিত্য উদ্ধার হয়। বর্তমানে নাগপুর জেলে বন্দী ৫৪ সাইবাবা দেহের ৯৯ শতাংশ শারিরীকভাবে অক্ষম, হুইল চেয়ার ছাড়া তিনি চলতে পারেন না।

আরও পড়ুন: Bengaluru: বেঙ্গালুরুর জেলে মৌলবাদ ছড়ানোর চেষ্টা, ৭ রাজ্যের ১৭ জায়গায় তল্লাশি NIA-র

মঙ্গলবার বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবা এবং অন্য পাঁচ অভিযুক্তকে বেকুসুর খালাস করেছে।