Bomb Threat in Mumbai: মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে বোমাতঙ্ক  

মঙ্গলবার একটা অচেনা নম্বর থেকে ফোন আসে স্কুলের ল্যান্ডলাইন নম্বরে। উলটো দিক থেকে কেউ বলেন, স্কুলের মধ্যে বোম্ব রাখা আছে। যা বিস্ফোরণ ঘটলে ধ্বসে পড়বে সুবিশাল স্কুল।

Mumbai Police (Photo Credits: PTI)

মুম্বই, ১১ জানুয়ারিঃ আর পাঁচটা দিনের মত এদিনও ব্যস্ত মুম্বই ধীরুভাই আম্বানি স্কুল (Dhirubhai Ambani International School)। দিনে বহুবার বহু দরকারে বাজতে শোনা যায় স্কুলের ল্যান্ডলাইনের ঘণ্টা। এদিনও বেজে উঠলো ফোন। কিন্তু উলটো দিক থেকে এল ভয়ানক কিছু কথা। যা শুনে শিউরে উঠল গোটা স্কুল। মঙ্গলবার একটা অচেনা নম্বর থেকে ফোন আসে স্কুলের ল্যান্ডলাইন নম্বরে। উলটো দিক থেকে কেউ বলেন, স্কুলের মধ্যে বোম্ব রাখা আছে (Bomb Threat in Mumbai)। যা বিস্ফোরণ ঘটলে ধ্বসে পড়বে সুবিশাল স্কুল। মুম্বই বিমানবন্দর থেকে উদ্ধার কয়েক কোটির হেরোইন, কোকেইন, দেখুন ভিডিয়ো

মুম্বই পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, বিকেল সাড়ে ৪টের দিকে স্কুলের ল্যান্ডলাইন নম্বরে একটি ফোন আসে। ফোনের উলটো দিক থেকে বলতে শোনা যায়, স্কুলের মধ্যে একটি টাইম বোম্ব রয়েছে। কথা শেষ করেই ফোন কেটে দেয় উলটো দিকের ব্যক্তি। এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (১) (বি) এবং ৫০৬ ধারায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মুম্বই পুলিশ। এরপর তদন্ত শুরু করে পুলিশ। যে ব্যক্তি ফোন করেছিলেন তাঁর হদিস পেয়েছে পুলিশ। খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করে তদন্ত আরও এগোবে বলেই আশ্বস্ত করেছে মহারাষ্ট্র পুলিশ আধিকারিক।



@endif