Bihar: বস্তি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, আহত সাত শিশু, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
দিনেদুপুরে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। ভয়াবহ বিস্ফোরণের জেরে আহত ৭ শিশু। যাদের মধ্যে ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক।
দিনেদুপুরে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। ভয়াবহ বিস্ফোরণের জেরে আহত ৭ শিশু। যাদের মধ্যে ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের (Bhagalpur) এক বস্তিতে। জানা যাচ্ছে, এদিন স্থানীয় একটি বাড়ির সামনে জনাসাতেক শিশু খেলছিল। এমন সময়ে হঠাৎই বাড়ির মধ্যে বিস্ফোরণ ফেঁটে ওঠে, আর তাতেই আহত হয় শিশুরা। খবর পেয়েই ঘটনাস্থলে চলে বিরাট পুলিশবাহিনী। পুলিশসূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়ির মধ্যে কেউ ছিল না। ফলে ঘটনায় কারোর মৃত্যু হয়নি। ইতিমধ্যেই ওই এলাকা পরিদর্শন করেছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। সেই সঙ্গে একটি এসআইটি গঠন করে শুরু হয়েছে তদন্ত।
অন্যদিকে আহত শিশুদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে কে বা কারা ওই বাড়িতে ছিল, এবং কোনও নাশকতার পরিকল্পনা ছিল কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।