Nitish Kumar: 'পর্নোগ্রাফির গল্প'; 'নীতিশ মানসিক সুস্থিতি হারিয়েছেন', 'ইস্তফার' দাবি বিজেপির

বিহার বিধানসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে নীতিশ কুমার বলেন, 'স্বামীর কর্মের কারণেই বেশি সন্তান হয়। যাইহোক, একজন শিক্ষিত মহিলা জানেন কিভাবে এটি বন্ধ করতে হয়...তাই জন্মের সংখ্যা কমছে।'

Photo Credits: ANI

পাটনা, ৮ নভেম্বর: নীতিশ কুমারের জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্তব্য নিয়ে দেশ জুড়ে জোর সমালোচনা শুরু হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্তব্যে নীতিশ কুমারকে যখন ক্ষমা চাইতে হয়, সেই সময় বিহারের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বিজেপি। নীতিশ কুমার যে মন্তব্য করেছেন, তার জন্য বিহারের মুখ্যমন্ত্রীর  'ইস্তফা' দাবি করে বিজেপি। পাশাপাশি নীতিশ কুমার 'মানসিক সুস্থিতি হারিয়েছেন' বলেও কটাক্ষ করা হয় গেরুয়া শিবিরের তরফে। বিজেপির নিশিকান্ত দুবে বলেন, 'নীতিশ কুমারের জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্তব্য কার্যত পর্নোগ্রাফির গল্পর সঙ্গে তুলনা চলে।' নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিশাকান্ত দুবে লেখেন, 'জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্তব্যে মহাগুরু নিতীশানন্দ মহারাজ যে পর্নোগ্রাফির গল্প বলছিলেন।'

বিহার বিধানসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে গিয়ে নীতিশ কুমার বলেন, 'স্বামীর কর্মের কারণেই বেশি সন্তান হয়। যাইহোক, একজন শিক্ষিত মহিলা জানেন কিভাবে এটি বন্ধ করতে হয়...তাই জন্মের সংখ্যা কমছে।'

বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য ঘিরে জোর সমালোচনা শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর আসনে বসে নীতিশ কীভাবে ওই ধরনের মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন নীতিশ কুমার।



@endif