Rahul Gandhi: রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের কারণে ফের দিল্লিতে প্রতিবাদ বিজেপি, পোড়ানো হল কুশপুতুলও
আমেরিকায় গিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করার কারণে প্রায়শই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।
আমেরিকায় গিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করার কারণে প্রায়শই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। কখন শিখ সম্প্রদায়ের মানুষেরা প্রতিবাদ করছেন, কখনও আবার তফশিলী জাতি, তফশিলী উপজাতি বা ওবিসিরা প্রতিবাদ করছেন। শুক্রবার দিল্লিতে বিজেপির ওবিসি মোর্চার নেতাকর্মীরা বিক্ষোভ দেখায়। আসলে আমেরিকায় গিয়ে রাহুল সংরক্ষণ তুলে নেওয়ার পক্ষে মন্তব্য করেছিলেন। এদিন সেই মন্তব্যের কারণেই বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভকারীদের দাবি ছিল, লোকসভায় বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিক রাহুল গান্ধী। সেই সঙ্গে তিনি তাঁর এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাক।
প্রসঙ্গত, চলতি মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে গিয়ে কখনও তিনি বলছেন দেশে অন্য সম্প্রদায়ের মানুষেরা সুরক্ষিত নয়। কয়েকদিন বাদে নাকি বিজেপি সরকার শিখদের পাগড়ি পরতেও বারণ করবে বলে আশঙ্কাপ্রকাশ করেছিলেন রাহুল। এছাড়া তিনি দেশ থেকে সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার পক্ষে সমর্থনও করেছিলেন। তাঁর এই বিতর্কিত মন্তব্যগুলির পরই দেশের বিভিন্নপ্রান্তে বিক্ষোভ শুরু করেছে বিজেপি।