Prayagraj: দীপবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা, বাজির আগুনে পুড়ে মৃত বিজেপি সাংসদের নাতনি
দীপাবলির রাতে ভয়াবহ দুর্ঘটনা। বাজির আগুনে পুড়ে মৃত বিজেপি সাংসদ রীতা বহুগুণা (Rita Bahuguna) যোশীর নাতনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাংসদ যোশীর প্রয়াগরাজের বাড়িতে। অগ্নিদগ্ধ অবস্থায় নাবালিকাকে তড়িঘড়ি শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লির এইমসে স্থানান্তর করা হয়। হাসপাতালের তরফে খবর, শরীরের ৬০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছরে মহামারী করোনার গ্রাসে গোটা দেশ। সেকারণে দীপাবলি উপলক্ষে বেশিরভাগ রাজ্যেই বাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা হয়েছিল।
প্রয়াগরাজ, ১৭ নভেম্বর: দীপাবলির রাতে ভয়াবহ দুর্ঘটনা। বাজির আগুনে পুড়ে মৃত বিজেপি সাংসদ রীতা বহুগুণা (Rita Bahuguna) যোশীর নাতনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাংসদ যোশীর প্রয়াগরাজের বাড়িতে। অগ্নিদগ্ধ অবস্থায় নাবালিকাকে তড়িঘড়ি শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লির এইমসে স্থানান্তর করা হয়। হাসপাতালের তরফে খবর, শরীরের ৬০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চলতি বছরে মহামারী করোনার গ্রাসে গোটা দেশ। সেকারণে দীপাবলি উপলক্ষে বেশিরভাগ রাজ্যেই বাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। অনেক রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ না হলেও বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। আরও পড়ুন-Coronavirus Cases In India: ২৯,১৬৪ একলাফে কমল দৈনিক সংক্রমণ, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়ালো ৮৮.৭৪ লাখ
এদিকে শেষমেশ বিপত্তি ঘটলো বিজেপি সাংসদের বাড়িতেই। প্রাণের বিনিময়ে যার মাশুল ৮ বছরের নাবালিকাকে। প্রয়াগরাজের লোকসভা সাংসদ হলে রীতা বহুগুণা যোশী। এর আগে তিনি উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০০৭-২০১২ এই সময় তিনি কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০১৬-তে বিজেপিতে য়োগ দেন রীতা বহুগুণা যোশী।