BJP Leader Son Marries Pakistani Woman: অনলাইনে পাকিস্তানি মহিলার সঙ্গে বিয়ে সারলেন বিজেপি নেতার ছেলে, অনুষ্ঠানে উপস্থিত শীর্ষ নেতৃত্ব

বর্তমানে ভারত ও পাকিস্তানে মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। দুই দেশের সীমান্ত এলাকায় হামেশাই উত্তেজনা ছড়াচ্ছে।

প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

বর্তমানে ভারত ও পাকিস্তানে (Pakistan) মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। দুই দেশের সীমান্ত এলাকায় হামেশাই উত্তেজনা ছড়াচ্ছে। এই অবস্থায় উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার বড়ছেলে বিয়ে করল পাকিস্তানি তরুণীকে। গত শুক্রবার তাহসিন  শাহিদের ছেলে মহম্মদ আব্বাস হায়দারের সঙ্গে বিয়ে হল পাকিস্তানের লাহোর নিবাসী আন্দলীপ জাহরার। তবে এই নিকহা অনুষ্ঠান হয় ভিডিয়ো কলিংয়ের মাধ্যমে। আসলে দুই দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভিসা পেতে সমস্যা হচ্ছিল আব্বাস হায়দারের পরিবারের। সেই কারণে আপাতত দুই পরিবারের অনলাইনে নিকহা অনুষ্ঠান সেরে নেয়। দুই তরফেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা।

জানা যাচ্ছে, চলতি বছরেই বিয়ে হওয়ার কথা ছিল আব্বাস হায়দার ও আন্দলীপ জাহরার। সেই মতো আব্বাসের পরিবার ভিসার আবেদন করেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। এরমধ্যেই দিনদুয়েক আগে আন্দলীপের মা অসুস্থ হয়ে পড়েন। শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করানো হয়। আর সেই কারণে দুই পরিবার স্থানীয় মৌলবীর সঙ্গে কথা বলে অনলাইনে বিয়ে করার পরিকল্পনা করে। সেই মতো শুক্রবার ইমামবাড়াতে নিকহা অনুষ্ঠান হয়। দু'দিকেই মৌলবীর উপস্থিতিতে বিয়ে করেন আব্বাস ও আন্দলীপ।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব ও পরিবারের লোকজনেরা। বিয়ের পর আব্বাস বলেন, মৌলবীরাই অনলাইনে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। বিয়ের পরে মেয়ের বাড়ি থেকে ভিসার জন্য আবেদন করেছে। আশা করি, আমরা দুজনে খুব শীঘ্রই এক হব।