Bihar Train Accident: বিহারে দুর্ঘটনার আগে জরুরি ব্রেক চালকের, যার জেরে কি লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নিরাপত্তারক্ষীর
রেল দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন বিহারের বক্সারে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক নিরাপত্তারক্ষী। নর্থ-ইস্ট এক্সপ্রেসের ওই নিরাপত্তারক্ষী জানান, দুর্ঘটনার আগে চালক ট্রেনের ইমার্জেন্সি ব্রেক কষেছিলেন।
বক্সার, ১৩ অক্টোবরঃ করমন্ডল দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা, এরই মাঝে বিহারের বক্সার জেলায় দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। বুধবার রাতে লাইনচ্যুত হয়েছে ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের বহু কামরা (North East Express)। দুর্ঘটনার মৃতের সংখ্যা ৪। আহত ১০০ ছাড়িয়েছে। যাদের মধ্যে ১৫-২০ জনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে রেল দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন বিহারের বক্সারে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক নিরাপত্তারক্ষী। নর্থ-ইস্ট এক্সপ্রেসের ওই নিরাপত্তারক্ষী জানান, দুর্ঘটনার আগে চালক ট্রেনের ইমার্জেন্সি ব্রেক কষেছিলেন। ১২৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে চলা ট্রেনে আচমকা ব্রেক কষার ফলেই লাইনচ্যুত হয়ে তালগোল পাকিয়ে যায় নর্থ-ইস্ট এক্সপ্রেসের বহু কামরা (North East Express)।
ওই নিরাপত্তারক্ষীর কথায়, 'আমি জানি না কেন চালক জরুরি ব্রেক কষেছিলেন। ব্রেক কষার সঙ্গে সঙ্গে ট্রেনটিতে প্রচণ্ড ঝাঁকুনি হয়। তার কিচ্ছুক্ষণের মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি'।
রেল সূত্র খবর, বুধবার রাত পৌনে ১০টা নাগাদ বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত ট্রেনটি। দিল্লির আনন্দ বিহার থেকে কামাক্ষ্যার দিকে যাচ্ছিল ওই ট্রেন। দুর্ঘটনার খবর জানা জানি হতেই ঘটনাস্থলে এসে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এসে পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা।