Bihar: নাচার জন্যে হাত ধরেছেন বরের বন্ধু, বিয়ের আসর ছেড়ে উঠে এলেন কনে
কেন তাঁর অনুমতি না নিয়ে হাত ধরেছেন হবু বরের বন্ধু! অভিযোগ তুলে বিয়ে থামিয়ে দিয়ে আসর ছেড়ে উঠে এলেন কনে।
পাটনা, ১৯ মার্চঃ বরের বন্ধু হবু কনেকে নাচার জন্যে হাত ধরে টানায় বিয়েই বাতিল করে দিলেন কনে। কেন তাঁর অনুমতি না নিয়ে হাত ধরেছেন হবু বরের বন্ধু! অভিযোগ তুলে বিয়ে থামিয়ে দিয়ে আসর ছেড়ে উঠে এলেন কনে। বিহারের বিহিয়া মেলা রোডের ঘটনায় এলাকায় ঢি ঢি পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার, পথে দুর্ঘটনায় মৃত্যু
গত ১৫ মার্চ বুধবার বিহারের বিহিয়া মেলা রোড এলাকায় আসর বসেছিল বিয়ের। বেলা ১১ টা থেকে শুরু হয় বিয়ের রীতিনীতি। মালাবদলের পরেই বাধল যত গণ্ডগোল। বরযাত্রী যখন মনের আনন্দে নাচ গান করছেন এমন সময়ে বরের এক বন্ধু এসে কনেকে নাচার জন্যে ডাকেন। কনের হাত ধরে টেনে আনেন নাচার জন্যে। আর তাতেই চোটে যান কনে। বরের বন্ধুর সঙ্গে নাচ নিয়ে বিবাদে জড়ায় দুই পরিবার। বিবাদের ঠেলায় বিয়েই বন্ধ করে দেন কনে।
আরও পড়ুনঃ যৌতুকে মেলেনি বাইক, বিয়ে করতে এলেন না বর
বিয়ের অনুষ্ঠানে কোন্দল হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। আহত হয়েছেন অনেকেই। যার জেরে বিয়ের আসরে উপস্থিত হন পুলিশ। দুই পরিবারের বচসা থামলেও বিয়ে করতে নারাজ কনে। মহিলাকে বার বার বোঝানো সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অবিচল। বিয়ে করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।