Benjamin Netanyahu: হামাস পণবন্দিদের না ছাড়লে গাজায় আক্রমণ থামাবে না ইজরায়েল, পরিষ্কার জানালেন নেতানিহুয়া

হামাস জঙ্গি সংগঠন পণবন্দিদের যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দিচ্ছে ততক্ষণ গাজাতে যুদ্ধবিরতি করবে না ইজরায়েল। রবিবার একথা পরিষ্কার জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুয়া।

Photo Credits: ANI & X

তেল আভিভ: হামাস জঙ্গি সংগঠন (Hamas terror group) পণবন্দিদের (hostages) যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দিচ্ছে ততক্ষণ গাজাতে যুদ্ধবিরতি (ceasefire) করবে না ইজরায়েল (Israel)। রবিবার একথা পরিষ্কার জানিয়ে দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুয়া (Israel's Prime Minister Benjamin Netanyahu)।

রবিবার এই বিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বেঞ্জামিন নেতানিহুয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, "সংঘর্ষবিরতি শব্দটা এখন আমাদের মাথার মধ্যে নেই। আমরা ততক্ষণ পর্যন্ত অভিযান চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না তাদের পরাজিত (defeat) করতে পারছি। আমাদের কাছে আর কোনও বিকল্প (alternative) রাস্তা নেই।"

তিনি আরও উল্লেখ করেছেন, "আমাদের শত্রুরা (Enemy) আমাদের ভুল ভাবে নিয়েছে। তারা ভেবেছে কঠিন একটা দিনে আমাদের সৈনিকরা ওদের প্রতিরোধ করতে পারেনি বলে আমরা দুর্বল। কিন্ত, আমরা একসঙ্গে হয়েছি। এখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি।" আরও পড়ুন: Gaza: গাজায় ইন্টারনেট, ফোন সংযোগ বিচ্ছিন্ন করে আকাশপথে ইজরায়েলের হামলা

গত ৭ অক্টোবর, সীমান্ত টপকে দক্ষিণ ইজরায়েলে ঢুকে পড়ে তাণ্ডব চালিয়েছিল হামাস জঙ্গিরা। পালটা যুদ্ধ (Israel-Hamas War) ঘোষণা করে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। প্যালেস্তাইন (Palestine) জঙ্গি সংগঠন হামাস ঘাঁটি গাজার (Gaza) ওপর কিছুতেই রাগ কমছে না ইজরায়েলের। আকাশপথে হানায় ইতিমধ্যেই উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।