Arrested: গোয়ায় ৪ বছর বয়সী ছেলেকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করলেন মা

বেঙ্গালুরু স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা গোয়াতে তাঁর ৪ বছরের ছেলেকে হত্যা করেছেন।

Representational Image (Photo Credits: Pixabay)

গোয়া: বেঙ্গালুরু স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা (Bengaluru CEO) গোয়াতে তাঁর ৪ বছরের ছেলেকে হত্যা করেছেন। মৃতদেহ লোপাট করতে দেহ একটি ব্যাগের মধ্যে ভরে কর্ণাটকের দিকে যাত্রা শুরু করেন বলে পুলিশ সূত্রে খবর।

কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্ট-আপ মাইন্ডফুল এআই ল্যাবের  (Artificial Intelligence Start-Up Mindful AI Lab)-এর সিইও ৩৯ বছর বয়সী সুচনা শেঠ (Suchana Seth)-কে সোমবার কর্ণাটকের চিত্রদুর্গে গেফতার করা হয়েছে। উত্তর গোয়ার ক্যান্ডোলিমের একটি অ্যাপার্টমেন্টে তিনি তাঁর ছোট ছেলেকে হত্যা করেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: Texas : টেক্সাসে হোটেলে বিস্ফোরণ, আহত ২১

সূত্রে খবর, মিসেস শেঠ শনিবার তাঁর ছেলের সঙ্গে উত্তর গোয়ার ক্যান্ডোলিমের সোল ব্যানিয়ান গ্র্যান্ডে চেক-ইন করেন। এরপর সোমবার তিনি একা হোটেল রুম থেকে চেক আউট করেন এবং হোটেল কর্মীদের বেঙ্গালুরুতে একটি ট্যাক্সি বুক করতে বলেন। তাঁরা ফ্লাইটে যাওয়ার পরামর্শ দিলেও তিনি ট্যাক্সি নেওয়ার জন্য জোর দিয়েছিলেন বলে হোটেল কর্মীরা জানিয়েছেন।  তিনি চলে যাওয়ার পর হাউসকিপিং কর্মীরা তিনি যে ঘরটি নিয়েছিলেন সেখানে রক্তের দাগ দেখতে পান। এরপর হোটেল থেকে পুলিশকে এবিষয়ে তদন্তের জন্য খবর দেওয়া হয়।

দেখুন

পুলিশ দ্রুত তদন্ত শুরু করে মিসেস শেঠকে গ্রেফতার করে। তাঁর সঙ্গে যে ব্যাগটি ছিল তার মধ্য থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করে। তবে খুনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে।