Bengaluru: প্রতারণার আঁচ, প্রেসার কুকার দিয়ে লিভ-ইন সঙ্গীর মাথা থেঁতলে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে
অপর পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ঠকাচ্ছেন প্রেমিককে, সেই সন্দেহে প্রেমিকাকে খুন করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। প্রেসার কুকার দিয়ে প্রেমিকার মাথা থেঁতলে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত।
ফের লিভ-ইন সঙ্গীর হাতে খুন হল এক তরুণী। বেঙ্গালুরুতে বেঘোরে প্রাণ খোয়ালেন ২৪ বছরের পদ্মদেবী। অপর পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ঠকাচ্ছেন প্রেমিককে, সেই সন্দেহে প্রেমিকাকে খুন করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় প্রেসার কুকার দিয়ে প্রেমিকার মাথা থেঁতলে চম্পট দেয় অভিযুক্ত। রবিবার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বৈষ্ণবকে।
বিগত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন বৈষ্ণব এবং পদ্মদেবী। দুজনেই বেঙ্গালুরুর (Bengaluru) একটি বেসরকারী সংস্থায় বিক্রয় নির্বাহী হিসাবে কাজ করতেন। দুবছর হল বেগুরে একটি ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকছিলেন তাঁরা। সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। ধীরে ধীরে বৈষ্ণবের মনে সন্দেহের বীজ দানা বাধতে শুরু করে। পদ্ম তাঁকে ঠকিয়ে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন, প্রতারণা করা হচ্ছে তাঁকে মাথার মধ্যে ক্রমেই সেই রাগ পুষতে শুরু করে সে।
শনিবার বিকেলে বাড়িতেই ছিলেন দুজন। প্রেমিকার ফোন নিয়ে অশান্তি শুরু হয় তাঁদের মধ্যে। এমন সময়ে রাগের মাথায় আক্রমণাত্মক হয়ে ওঠে বৈষ্ণব। রান্নাঘর থেকে প্রেসার কুকার এনে সজোরে পদ্মদেবীর মাথায় আঘাত করে সে। পরপর তিনবার জোরে জোরে আঘাত করায় নিমেষে রক্তে ভেসে যেতে শুরু করে মেঝে। অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই পদ্মের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বৈষ্ণবকে খুঁজে বার করেন বেগুর থানার পুলিশ। অভিযুক্ত কেরলের কোল্লাম জেলার বাসিন্দা। মৃতা তরুণী তিরুবনন্তপুরমের আটিঙ্গালের বাসিন্দা ছিলেন।