Bengaluru: সুইমিং পুলে ৯ বছরের কিশোরীর রহস্যজনক মৃত্যু
সুইমিং পুলে দেহ পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা প্রাণে বাঁচাতে পারেনি কিশোরীকে।
বেঙ্গালুরু, ২৯ ডিসেম্বরঃ সুইমিং পুলে রহস্যজনক ভাবে মৃত্যু হল ৯ বছরের এক কিশোরীর। বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর (Bengaluru) টেক করিডরের ভার্থুর-গুঞ্জুর রোডের কাছে একটি অ্যাপার্টমেন্টের সুইমিং পুল থেকে কিশোরীর মৃত দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরীর নাম মনসা। ওই অ্যাপার্টমেন্টেই পরিবারের সঙ্গে থাকত মৃতা। আবাসনের আবাসিকদের দাবি, পুলের পাশে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে যেখান থেকে একটি বিদ্যুতের তার ঝুলছে। সেই তারের সংস্পর্শে এসে সুইমিং পুলের জলে পড়ে যায় মনসা। তবে কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ পুলিশের কাছে এখনও অজানা। জলে ডুবে নাকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসার মৃত্যু হয়েছে সেই কারণ স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই।
মৃতার বাবা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁর মেয়ে সুইমিং পুলের জলে পড়ে যায়। জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর ৯ বছরের কন্যার। সুইমিং পুলে দেহ পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা প্রাণে বাঁচাতে পারেনি তাঁকে।
প্রাথমিকভাবে কিশোরীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে। কারণ তাঁর দেহে কোন ক্ষতের চিহ্ন মেলেনি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ স্পষ্ট হবে। কিশোরীর অকাল মৃত্যুতে শোকাহত আবাসিকরাও। ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন তাঁরা।