Bengaluru Shocker: ফুটন্ত গরম জলের বালতিতে পড়ে মৃত্যু ৪ বছরের খুদের

বাথরুমে পা পিছলে গরম জলের বালতিতে পড়ে যায় সে। মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন বাবা।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বেঙ্গালুরু, ৭ জানুয়ারিঃ এক মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে (Bengaluru Shocker)। ফুটন্ত গরম জলের বালতিতে পড়ে গিয়ে মৃত্যু হল এক ৪ বছরের শিশুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিশুর মৃত্যুতে হাহাকার করে গিয়েছে পরিবারে।  ড্রামের মধ্যে উদ্ধার মহিলার পচাগলা দেহ, বেঙ্গালুরুতে আতঙ্ক

জানা গিয়েছে, বাচ্চাটির নাম গুলনাজ। বাবা মায়ের একমাত্র কন্যা সে। গত ৩০ ডিসেম্বর স্নানের জন্যে এক বালতি গরম জল করেছিল তার মা। আর সেই গরম জলেই পা পিছলে পড়ে যায় গুলনাজ। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ বাথরুমে যায় তাঁদের ৪ বছরের মেয়ে। ড্রামের মধ্যে থেকে বোতল বের করার জন্যে। এমন সময়ে বাথরুমে পা পিছলে গরম জলের বালতিতে পড়ে যায় সে। মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন বাবা। সঙ্গে সঙ্গে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যায় মেয়েকে। সেখান থেকে অন্য আর এক হাসপাতালে পাঠানো হয়েছিল গুলনাজকে।

দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের বিছানায় ৪ দিন লড়াই চালিয়ে গিয়েছে ৪ বছরের খুদে। কিন্তু শেষমেশ আর পেরে উঠল না সে। গত ৪ জানুয়ারি মারা যায় গুলনাজ। একমাত্র সন্তানের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে পরিবার। শিশুর মৃত্যুর পরের দিন অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ।