Belashuru: মানুষকে মায়ার বাঁধনে বেঁধে সগৌরবে ১০০ দিনে পদার্পণ সৌমিত্র স্বাতীলেখার 'বেলাশুরু'
বয়স্ক দম্পতি বিশ্বনাথ মজুমদার এবং তাঁর স্ত্রী আরতি মজুমদারের গল্প দেখতে প্রেক্ষাগৃহে দর্শকরা ভিড় জমিয়েছেন বারবার। সেই ছবি দেখতে দেখতে প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করে ফেলল।
উইন্ডোজ প্রোডাকশন হাউসের(Windows Production House) প্রযোজনায় ২০ মে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ছবি 'বেলাশুরু' (Belashuru)।সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত, দুই কিংবদন্তি তারকার একসঙ্গে অভিনীত শেষ ছবি এটি।বয়স্ক দম্পতি বিশ্বনাথ মজুমদার এবং তাঁর স্ত্রী আরতি মজুমদারের গল্প দেখতে প্রেক্ষাগৃহে দর্শকরা ভিড় জমিয়েছেন বারবার। সেই ছবি দেখতে দেখতে প্রেক্ষাগৃহে ১০০ দিন (100 Days) পার করে ফেলল। বাংলা ছবির নিরিখে বছরের সবচেয়ে বেশি 'ওপেনিং ডে' ব্যবসা করে এই ছবি এখন একশতদিবস পূর্ণ করল। ছবির ১০০ দিন উদযাপনে গোটা টিম হাজির ছিল নজরুল তীর্থে। কেক কাটা হয় পরিচালকদ্বয় ও মনামী ঘোষ, প্রদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে।