Dog Attack in US: পোষ্য নেকড়ের আক্রমণে প্রাণ গেল তিন মাসের শিশুর

হাইব্রিড নেকড়েটিকে এক পশুচিকিৎসক ঘটনাস্থলেই হত্যা করেছেন।

Wolf-Dog (Photo Credit: X)

বার্মিংহাম: পোষ্য নেকড়ে-কুকুরের (Wolf-Dog) আক্রমণে প্রাণ গেল ৩ মাসের শিশুর। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) আলাবামায়। আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শিশুটির শরীর কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত ছিল। বার্মিংহাম পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় একটার দিকে ৯১১-এ তারা কল পায়। তারপর বিষয়টি প্রকাশ্যে আসে।

চেলসির শেলবি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, হাইব্রিড নেকড়েটিকে এক পশুচিকিৎসক ঘটনাস্থলেই হত্যা করেছেন। শহরের মেয়র টনি পিকলেসিমা শিশুটির মৃত্যুকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে জানিয়েছেন। আরও পড়ুন:Chhattisgarh : চিতার চামড়া সহ ছত্তিশগড়ে গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে নেকড়ে হাইব্রিডকে গৃহপালিত প্রাণী হিসেবে পোষা বৈধ হলেও এই ঘটনার পর হাইব্রিড-নেকড়ে পোষ্য হিসেবে রাখা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।