Baba Siddique Murder Case: রাজনীতিবিদ বাবা সিদ্দিকি হত্যা মামলায় গ্রেফতার ২৫ জন
মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ বাবা সিদ্দিকি হত্যা মামলায় এখনও পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
নয়াদিল্লি: মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে (Baba Siddique Murder Case) আরও দুই অভিযুক্তকে মুম্বইয়ের ফোর্ট কোর্ট ২১ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। বাবা সিদ্দিকি হত্যা মামলায় এখনও পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। গত ১২ অক্টোবর বাবা সিদ্দিকিকে তাঁর ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে হরিয়ানার বাসিন্দা গুরমাইল সিং এবং উত্তরপ্রদেশের বাসিন্দা ধর্মরাজ কাশ্যপকে গ্রেফতার করা হয়। পুলিশ বাহরাইচ জেলা থেকে তৃতীয় প্রধান অভিযুক্ত শিবকুমার গৌতমকে গ্রফতার করে, যিনি পুলিশের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। শিবকুমার গৌতম ১২ অক্টোবর থেকে পলাতক ছিলেন। তিনি নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
শিবকুমার গৌতম পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছিলেন যে বাবা সিদ্দিকি গুলিবিদ্ধ হওয়ার পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বাবা সিদ্দিকীকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি সেখানেও যান। এরপর তিনি ট্রেনে করে বাহরাইচ পৌঁছে যান।