ATM Robbery in UP: উত্তরপ্রদেশে এটিএম মেশিন লুট, খোয়া গেল ২১ লক্ষ টাকা

এটিএমের মধ্যে বেগতিক বুঝে নির্দিষ্ট ব্যাঙ্কের মুম্বই হেড অফিস থেকে পুলিশের কাছে ফোন যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই দেখে এটিএমের ভিতর ধোঁয়ায় ধোঁয়া।

প্রতীকী ছবি

লখনউ, ১১ জানুয়ারিঃ উত্তরপ্রদেশের বস্তি জেলার কাপতানগঞ্জ এলাকায় এটিএম মেশিন লুট। প্রায় ২১ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল একদল চোর। জানা গিয়েছে, গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন ভেঙেছে ওই চোরের দল। তারপর ক্যাশবাক্স নিয়ে পালিয়ে যায় তাঁরা। ফোনে অন্য পুরুষদের সঙ্গে গল্প, শ্বাসরোধ করে স্ত্রীকে খুন স্বামীর

এটিএমের মধ্যে বেগতিক বুঝে নির্দিষ্ট ব্যাঙ্কের মুম্বই হেড অফিস থেকে পুলিশের কাছে ফোন যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই দেখে এটিএমের ভিতর ধোঁয়ায় ধোঁয়া। ততক্ষণে ক্যাশবক্স নিয়ে হওয়া হয়ে গিয়েছে চোরের দল। এরপর ব্যাঙ্ক কর্মকর্তাদের খবর দেয় পুলিশ।

উত্তরপ্রদেশ এটিএম মেশিন লুট, দেখুনঃ 

জানা গিয়েছে, এটিএমের মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরাটি বেশ কয়েক সপ্তাহ ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। তাই এটিএম-এর উলটো দিকে রাস্তার উপর লাগানো হয়েছিল নতুন এটিএম। সেই খবর আগে থেকেই জানত চোরেরা। তাই রাস্তার উলটো দিকের নতুন এটিএমের ক্যামেরায় কালো রং করে দেয় তাঁরা। যাতে ক্যামেরায় কিছু ধরা না পড়ে।



@endif