Atiq-Ashraf Murder: মায়ের চোখে ছেলে 'ধার্মিক', বাবার ক্ষোভ মাদকাসক্ত, কী বলছে আতিক খুনির পরিবার

লাভলেশের মা ছেলের গ্রেফতার এবং খুনির পরিচয় মেনে নিতে পারছেন না । ছেলেকে ধার্মিক বলেই দাবি করছেন লাভলেশের মা

Lovelesh Tiwari Mother (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৬ এপ্রিলঃ শনিবার রাতে প্রয়াগরাজে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) এবং আশরাফ আহমেদ। পুলিশি ঘেরাটোপের মাঝে আততায়ীদের বন্দুকে খুন দুই ভাই। জানা গিয়েছে, সেদিন আতিক খুনিতের মধ্যে অন্যতম লাভলেশ তিওয়ারিরও (Lovelesh Tiwari) গুলি লাগে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন। এবং চিকিৎসকদের মতে বিপদমুক্ত। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে লাভলেশের মা ছেলের গ্রেফতার এবং খুনির পরিচয় মেনে নিতে পারছেন না । ছেলেকে ধার্মিক বলেই দাবি করছেন লাভলেশের মা (Lovelesh Tiwari Mother)।

গ্যাংস্টার আতিক আহমেদ এবং ভাই আশরাফ আহমেদকে হত্যাকাণ্ডে পুলিশ গ্রেফতার করেছে লাভলেশকে। কিন্তু ছেলে যে অপরাধী, সেই তকমা কিছুতেই মানতে চাইছে না মা। খুনির মায়ের দাবি, ছেলে প্রতিদিন নিয়ম করে মন্দিরে যেত। ঈশ্বর বিশ্বাসী, ভক্তিপ্রান মানুষ ছিল তাঁর ছেলে। সেই ছেলে যে কোন অপরাধ করতে পারে তা যেন মানে নিতে পারছেন না।

শুনে নিন লাভলেশের মা কী বলছেন... 

অন্যদিকে, লাভলেশের বাবার চোখে ছেলে মাদকাসক্ত। তাঁর দাবি, ছেলের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। ছেলে বাড়িতেও থাকত না। ছেলে থাকত তাঁর মত, বাবা মা থাকতেন তাঁদের মত করে।