Assam: ভালো রেজাল্টের পুরস্কার, অসমে ৩৫ হাজার পড়ুয়াকে স্কুটার দিচ্ছে সরকার

উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার পুরস্কার হিসেবে মেধাবি পড়ুয়াদের স্কুটার উপহার দিচ্ছে অসম সরকার। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা ৩৫ হাজার ৮০০ জনকে এই উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্বশর্মার সরকার।

প্রতীকী ছবি

গুয়াহাটি: উচ্চমাধ্যমিক (H.S) পরীক্ষায় ভালো রেজাল্ট করার পুরস্কার হিসেবে মেধাবি পড়ুয়াদের (meritorious students) স্কুটার উপহার দিচ্ছে অসম সরকার (Assam government)। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা ৩৫ হাজার ৮০০ জনকে এই উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) সরকার।

অসম সরকার সূত্রে জানা গেছে, এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পাওয়া ছাত্রীদের ও ৭৫ শতাংশ নম্বর পাওয়া ছাত্রদের স্কুটার (scooters) দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ২৯,৭৪৮ জন ছাত্রী ও ৬,০৫২ জন ছাত্র পুরস্কার হিসাবে স্কুটার পাবে।

বুধবার গুয়াহাটির জনতা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে অসমের এক মন্ত্রী জয়ন্ত বড়ুয়া জানান, আগামী ৩০ নভেম্বর থেকে স্কুটার বিতরণের জন্য স্কুলগুলিতে অনুষ্ঠান করা হবে। আর এই কাজের সূচনা হবে কামরূপ জেলা থেকে। এই পুরস্কার দেওয়ার জন্য মোট ২৫৮.৯ কোটি টাকা খরচ হবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পর্যটন শিল্পকে আরও উন্নত করার জন্যও বুধবারের মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেন জানান জয়ন্তবাবু। এপ্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে আরও পর্যটক যাতে আসে তারজন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। অসম টুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন (Assam tourism development corporation ltd) ও হায়াত গ্রুপ অফ হোটেলস (Hyatt group of hotels) যৌথভাবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কাছে ফাইভ স্টার হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আশা করা হচ্ছে এই প্রজেক্টে নূন্যতম ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।