Assam: প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত নেটপাড়ায় ফাঁস, অপমানের ভয়ে আত্মঘাতী তরুণী

অমিতের সঙ্গে সম্পর্ক ছিল ১৪ বছরের মৃতা তরুণীর। দুজনের গোপন মুহূর্তের একাধিক ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেন অভিযুক্ত।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

গুয়াহাটি, ৪ জুলাইঃ প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি, ভিডিয়ো ফাঁস। সমাজমাধ্যমে সেই সমস্ত একান্ত মুহূর্ত ভাইরাল করেন প্রেমিক। প্রেমিকের এমন কাণ্ডের জেরে আত্মহত্যার পথ বেছে যেন তরুণী। অসম (Assam) গুয়াহাটি (Guwahati) গান্ধী মণ্ডপ এলাকার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে। তরুণীর মৃত্যুতে পুলিশ গ্রেফতার করেছেন অভিযুক্ত অমিত মেধিকে।

আরও পড়ুনঃ রেস্তরাঁয় খাসির মাংস খেতে গিয়ে পাতে পড়ল মরা ইঁদুর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানান, অমিতের সঙ্গে সম্পর্ক ছিল ১৪ বছরের মৃত তরুণীর। দুজনের গোপন মুহূর্তের একাধিক ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেন অভিযুক্ত। অপমান, সম্মানহানির ভয়ে সোমবার আত্মহত্যা করে নাবালিকা প্রেমিকা। মৃতের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। এমন সিদ্ধান্তের জন্যে পরিবারের কাছে ক্ষমা চেয়ে এই সুইসাইড নোট লিখে গিয়েছে মৃতা।