Assam: গুয়াহাটির জোরাবত এলাকায় ৫১৮ গ্রাম সোনা উদ্ধার, গ্রেফতার ৪

অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর একটি দল বৃহস্পতিবার গুয়াহাটির জোরাবত (আসাম-মেঘালয় সীমান্ত) এলাকায় চারজনকে গেফতার করেছে।

Assam police seized five pieces of gold (Photo Credit: Instagram)

গুয়াহাটি: অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর একটি দল বৃহস্পতিবার গুয়াহাটির জোরাবত (অসম-মেঘালয় সীমান্ত) এলাকায় চারজনকে গেফতার করেছে। তাদের কাছ থেকে ৫১৮ গ্রাম সোনা উদ্ধার করেছে। ওই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।অভিযুক্ত চারজন হলো মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলার পাঞ্জাবি কলোনির বাসিন্দা ভিরু সিং, রাজস্থানের যোধপুরের নিউ কোহিনুর চৌপাসনি রোডের বাসিন্দা ইনায়েত আলি, জান্নাত বেগম। মেঘালয়ের শিলংয়ের বাসিন্দা এবং মহম্মদ ইউসুফ, রাজস্থানের যোধপুরের ফলোদির বাসিন্দা।

দেখুন টুইট

পুলিশ সূত্রে খবর, সোনা চোরাচালান করে মেঘালয় থেকে রাজস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযুক্তদের পাকড়াও করে। পুলিশ চারজনকে গেফতার করেছে। অভিযুক্তদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।