Assam: মায়ের ওড়নাতে ছেলের মৃত্যু, খেলতে গিয়ে গলায় পেঁচিয়ে বেঘোরে প্রাণ গেল কিশোরের
বাড়ি ফিরে ছেলেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে নিয়ে হাসপাতালে যায় বাবা-মা।
গুয়াহাটি, ১১ এপ্রিলঃ মায়ের ওড়না নিয়ে খেলতে গিয়ে নিজের চরম বিপদ ডেকে আনল ছেলে। বেঘোরে প্রাণ খোয়াতে হল অসমের (Assam) গোলাঘাট জেলার মৌখোয়া অঞ্চলের ওই কিশোরকে। মঙ্গলবার বাড়িতে একাই ছিল কিশোর। মায়ের ওড়না নিয়ে আপনমনে খেলা করছিল সে। কিন্তু ভুল করে ওড়না গলায় পেঁচিয়ে ফেলে সে এবং মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। একাই ছিল ওই কিশোর। মায়ের ওড়না বের করে নিজের মত খেলা করছিল সে। কিন্তু মায়ের সেই ওড়নাই গলার ফাঁস হয়ে গেল কিশোরের। বেঘোরে প্রাণ হারায় জুলফিক আহমেদ।
বাড়ি ফিরে ছেলেকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে নিয়ে হাসপাতালে যায় বাবা-মা। চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। কিশোরের মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।