Swati Maliwal Case: পালটা অভিযোগ বৈভব কুমারের, মুখ্যমন্ত্রীর বাসভবনের ড্রয়িং রুমে কী হয়েছিল তাঁর বিবরণ দিয়ে স্বাতীর বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ

বৈভব কুমার দিল্লি পুলিশের কাছে ১৩ মে সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে কী ঘটেছিল সেই সম্পর্কে একটি বিশদ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বৈভব জানিয়েছেন, সেদিন কোনরকম অ্যাপয়েনমেন্ট ছাড়া জোর করে কেজরিওয়ালের বাসভবনের অন্দরে প্রবেশ করেছিলেন স্বাতী মালিওয়াল।

Atishi Marlena (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৮ মেঃ এবার পালটা অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ব্যক্তিগত সহকারী বৈভব কুমার (Bibhav Kumar)। শুক্রবার দিল্লি পুলিশের কাছে ১৩ মে-র ঘটনার বিশদ বিবরণ দিয়ে স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) বিরুদ্ধে বৈভব একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানালেন আপ মন্ত্রী অতিশী (Atishi)। রাজ্যসভায় আম আদমি পার্টির (AAP) সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের বচসার আঁচ ক্রমেই দিল্লির রাজনীতির পারদ চড়াচ্ছে। ১৩ মে সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনের ড্রয়িং রুমে আসলে কী ঘটেছিল তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

আরও পড়ুনঃ কেজরিওয়ালকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, বিজেপির ‘ষড়যন্ত্রের’ শিকার বৈভব, সাংবাদিক বৈঠকে স্বাতীর ‘মুখোশ খুললেন’ অতিশী

শনিবার আপ মন্ত্রী অতিশী জানালেন, বৈভব কুমার দিল্লি পুলিশের কাছে ১৩ মে সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে কী ঘটেছিল সেই সম্পর্কে একটি বিশদ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বৈভব জানিয়েছেন, সেদিন কোনরকম অ্যাপয়েনমেন্ট ছাড়া জোর করে কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনের অন্দরে প্রবেশ করেছিলেন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্ক শুরু করেছিলেন। গতকালই সাংবাদিক বৈঠক ডেকে এই গোটা ঘটনাটিকে বিজেপির (BJP) সাজানো ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মন্ত্রী। সেই প্রসঙ্গ টেনেই শনিবার তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যে নির্দিষ্ট কিছু প্রোটোকল রয়েছে, তা কি সাংসদের জানা নেই? কেন তিনি সেদিন অ্যাপয়েনমেন্ট ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যে জোরজবরদস্তি করছিলেন? এর থেকেই বোঝা যাচ্ছে এটা কোন ষড়যন্ত্র।

কী বললেন অতিশী, দেখুন... 

সাংবাদিক বৈঠকে অতিশী উল্লেখ করেছিলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্যে বিজেপি এই গোটা ঘটনাটি সাজিয়েছে। স্বাতী এই ষড়যন্ত্রের একটি ঘুঁটি। তাঁর গায়ে হাত তোলা কিংবা তাঁকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আপ মন্ত্রীর এই বিবৃতির পরেই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে 'গুন্ডা' সম্বোধন করে টুইট করেন মহিলা কমিশনের প্রাক্তন প্রধান স্বাতী (Swati Maliwal)। এক্স হ্যান্ডেলে লেখেন, 'একজন গুন্ডাকে রক্ষা করতে, তাঁকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে দল। ওই গুন্ডা গ্রেফতার হলে, সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে'।