Aranyer DinRatri: অরুণ রায়ের হাত ধরে বড় পর্দায় আবারো অরণ্যের দিনরাত্রি, সৌমিত্র-র চরিত্রে এবার জিতু কমল
১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’র আঁধারে ছবি তৈরী করেছিলেন সত্যজিৎ রায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে আবার সেই উপন্যাসকে ভিত্তি করেই আবার ছবি তৈরী হতে চলেছে।
গত মে মাসে ‘পথের পাঁচালি’ নির্মাণের নেপথ্য কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘অপরাজিত’। অনীক দত্ত পরিচালিত এই ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেন জিতু কমল। প্রখ্যাত এই পরিচালকের চরিত্রে জিতুর অভিনয় প্রশংসিত হয়, ছবিটিও হয় সুপারহিট। এবার নতুন ছবিতেও আবারও জিতুর সঙ্গে সত্যজিতের যোগ খুঁজে পাওয়া গেল।এবার সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’র পুনর্নির্মাণে অভিনয়ের সুযোগ পেলেন অভিনেতা। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। ১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’র আঁধারে ছবি তৈরী করেছিলেন সত্যজিৎ রায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানিয়ে আবার সেই উপন্যাসকে ভিত্তি করেই আবার ছবি তৈরী হতে চলেছে। এমনটাই ঘোষণা করেছে প্রমোদ ফিল্মস। এই ছবিতে দেখা মিলবে জিতু কমল, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, সোহিনী সরকার, কিঞ্জল নন্দ-র। জিতুকে এই ছবিতে দেখা যাবে অসীমের চরিত্রে। সত্যজিতের ছবিতে যে চরিত্রে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে।